নেটওয়ার্ক পরিষেবা ও বেতন ভাতা সহ নানা সমস্যায় জর্জরিত BSNL -এর কর্মচারীরা।
এরই প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানীর কামান চৌমুহনীস্থিত বিএসএনএল অফিস প্রাঙ্গনে বিক্ষোভে সামিল হন কর্মীরা।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 19 Jun.নেটওয়ার্ক পরিষেবা ও বেতন ভাতা সহ নানা সমস্যায় জর্জরিত বিএসএনএল -এর কর্মচারীরা। এরই প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানীর কামান চৌমুহনীস্থিত বিএসএনএল অফিস প্রাঙ্গনে বিক্ষোভে সামিল হন কর্মীরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএসএনএলের কর্মী বলেন, নেটওয়ার্ক পরিষেবা এবং বেতন ভাতা সহ নানা সমস্যায় জর্জরিত বিএসএনএল -এর কর্মচারীরা। আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে আপ্রাণ কাজ করে যাচ্ছেন কর্মীরা। কর্মীরা সবদিক দিয়ে সন্তুষ্ট না থাকলে আত্মনির্ভর ভারত গড়া সম্ভব নয়। একাধিকবার এবিষয়ে বিএসএনএলের উর্ধতন কর্মকর্তাকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই বাধ্য হয়ে প্রতিবাদে রাজধানীর কামান চৌমুহনীস্থিত বিএসএনএল অফিস প্রাঙ্গনে বিক্ষোভে সামিল হন কর্মীরা।