আই জি এম হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার।
আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 10 July.আই জি এম হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য তথা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, স্বাস্থ্য সচিব কিরণ গিত্বে ও স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাক্তার তপন মজুমদার সহ অন্যান্যরা।বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, আজ রোগী কল্যাণ সমিতির বৈঠক ছিল। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। রোগীদের ওয়েল ফেয়ার ভাবে দেখার জন্য, ডেলিভারি সিস্টেমটি যাতে সময় মত হয়, পাশাপাশি ফ্যাকাল্টি মেম্বারদের সঙ্গে কথা বললাম।এটা আমাদের একটি ড্রিম প্রোজেক্ট, এত সুন্দর একটি ডেন্টাল কলেজ হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনার মিনিস্ট্রি থেকে আমাদেরকে টাকা দিয়েছে আরেকটি বিল্ডিং করার জন্য। সেই অনুসারে কাজ চলছে। আমাদের এখন ৬৩ জন ছাত্র-ছাত্রী আছে। দ্বিতীয় বছর শেষের পথে, এখন তৃতীয় বছর আসছে। এই বিল্ডিংয়ের কাজ কতটুকু হয়েছে তাও বৈঠকে আলোচনা করা হয় ।