মঙ্গলবার খোয়াই জেলা সফর করলেন পুলিশ মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর।
আইন শৃঙ্খলার বিষয় নিয়ে এদিন রাজ্য পুলিশের ডিজি খোয়াই এসপি অফিসে বৈঠকে যোগ দেন।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 08 July.মঙ্গলবার খোয়াই জেলা সফর করলেন পুলিশ মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর। আইন শৃঙ্খলার বিষয় নিয়ে এদিন রাজ্য পুলিশের ডিজি খোয়াই এসপি অফিসে বৈঠকে যোগ দেন। প্রথমে উনাকে স্বাগত জানান খোয়াই জেলার এসপি রানাদীত্য দাস। এরপর জেলার সমস্ত পুলিশ আধিকারিকদের নিয়ে এক বৈঠকে মিলিত হন তিনি। মূলত আইনশৃঙ্খলার বিষয় নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। এ সম্পর্কে রাজ্য পুলিশের মহানির্দেশক জানান এই বৈঠকে এদিন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের পাশাপাশি টি এস আর এর উচ্চ পদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। তিনি এদিন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী নেশা মুক্ত ত্রিপুরা গঠনের জন্য আহ্বান করেছেন। সেই লক্ষ্যে উনারা একটি টিম হিসেবে রাজ্যকে নেশা মুক্ত করার লক্ষ্যে কাজ করে চলেছেন। পাশাপাশি তিনি জানান এ বছর এখন পর্যন্ত ক্রাইমের ক্ষেত্রে ১০ শতাংশ হ্রাস হয়েছে। নেশা জাতীয় দ্রব্যের বাজেয়াপ্ত করন গত বছরের তুলনায় এখন পর্যন্ত অনেক বেশি করা হয়েছে। নেশার সাথে যুক্তদের ধরপাকড় করে তাদেরকে আইনের সম্মুখীন করে সাজার দিকেও নিয়ে যাওয়া হচ্ছে বলে তিনি জানান।