মদপ্য’ স্ত্রীকে গলা টিপে হত্যা করে পুলিশের কাছে আত্ম সমর্পণ করল স্বামী !
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 14 July.মদপ্য’ স্ত্রীকে গলা টিপে হত্যা করে পুলিশের কাছে আত্ম সমর্পণ করল স্বামী ! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে বামুটিয়া ফাঁড়ির অন্তর্গত কালী বাজার এলাকায়। অভিযুক্ত স্বামী বিশ্বজিৎ বিশ্বাসের দাবি প্রতিদিন তার স্ত্রীর ৩ লিটার মদ লাগে। আর তা কিনে দিতে না পারলে স্বামীকে পেটাতো বলে অভিযোগ। তাই স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে সে। ঘটনাটি গত ১০ জুলাই ঘটেছিল। এতদিন পলাতক থাকার পর অবশেষে সে সোমবার পুলিশের কাছে ধরা দেয়। এরপর পুলিশের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি অনুকরণ করে দেখায় l