অবৈধ অভিবাসী ইস্যুতে দায়ের করা জনস্বার্থ মামলার নিষ্পত্তি হল বৃহস্পতিবার উচ্চ আদালতে।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 10 July.একই ইস্যু । অবৈধ অভিবাসী ইস্যুতে দায়ের করা জনস্বার্থ মামলার নিষ্পত্তি হল বৃহস্পতিবার উচ্চ আদালতে। রাজ্যে অবৈধ আসা অভিবাসীদের চিহ্নিত করা এবং তাদের নিজ নিজ দেশে পাঠানোর বিষয়ে দায়ের করা জনস্বার্থ মামলার নিষ্পত্তি করে দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। ডাঃ বিজয় দেব্বর্মা ও জন দেব্বর্মা নামে রাজ্যের দু’জন নাগরিক এই জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। সেই মোতাবেক বৃহস্পতিবার উচ্চ আদালতে এই মামলার শুনানি ছিল। এদিন মামলার নিস্পত্তি করা হয়। এব্যাপারে এক আইনজীবী জানান l