বিদ্যুতের মূল্য বৃদ্ধির ও স্মার্ট মিটারের প্রতিবাদে রাজ্য জুড়ে সরব হল সদর জেলা কংগ্রেস।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 14 July.বিদ্যুতের মূল্য বৃদ্ধির ও স্মার্ট মিটারের প্রতিবাদে রাজ্য জুড়ে সরব হল সদর জেলা কংগ্রেস। সোমবার সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে বনমালীপুর বিদ্যুৎ নিগম কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন নেতৃত্বরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতৃত্বরা অভিযোগ করেন, স্মার্ট মিটারের নামে গরিব অংশের মানুষকে চরম ভোগান্তির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে । তাছাড়া বিভিন্ন ভাবে গ্রাহকদের পকেট কাটার চেষ্টা করা হচ্ছে। প্রত্যেক বিদ্যুৎ বিলে হাজার হাজার টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে। এদিকে, জনগণের আয় নেই। তার উপর সরকারের এই স্মার্ট মিটারের বাড়তি চাপ এসে পড়েছে। এরই প্রতিবাদে এদিন সরব হয়েছে সদর জেলা কংগ্রেস। বিক্ষোভ কর্মসূচীতে স্মার্ট মিটার বন্ধ করা, বিদ্যুতের দাম কমানো , নিয়মিত বিদ্যুৎ পরিষেবা বহাল রাখ্ সি এন জি গ্যাসের দাবি জানানো হয়।