রাজধানীর গোর্খাবস্তিস্থিত নেহেরুর কমপ্লেক্সে অত্যাধুনিক ১৩৩ কোটি টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে G প্লাস ১৪ বহুতল।
রাজধানীর গোর্খাবস্তিস্থিত নেহেরুর কমপ্লেক্সে অত্যাধুনিক ১৩৩ কোটি টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে G প্লাস ১৪ বহুতল। রাজ্য ভূমিকম্প প্রনব সিস্মিক জোন ৫ এ রয়েছে। সে দিকে লক্ষ্য রেখে অত্যাধুনিক ক্যালিফোর্নিয়ার প্রযুক্তিতে তৈরি হচ্ছে এই মাল্টি স্টোরেড বিল্ডিং। ভারতের মধ্যে খুব সম্ভবত দুই এক জায়গায় এমন বিল্ডিং রয়েছে। এই বিল্ডিং নির্মাণ হয়ে গেলে উত্তর পূর্বের মধ্যে ত্রিপুরাই হবে একমাত্র রাজ্য যেখানে এই ধরনের বিল্ডিং থাকবে। এই বহুতল ইমারতে গোর্খাবস্তিস্থিত সব অফিস একই ছাদের নিচে চলে আসবে। এতে থাকবে চারটি লিফট সহ চারশ আসন বিশিষ্ট হলঘর ও অন্যান্য পরিষেবা। এছাড়া একেবারে নিচে থাকবে সমস্ত নিরাপত্তা মূলক ব্যবস্থা। সোমবার আধিকারিকদের সাথে নিয়ে এই নির্মাণস্থল পরিদর্শন করে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।