কৈলাসহর মহকুমার আর জি এম হাসপাতালে ডাক্তার ও নার্সের গাফিলতিতে নবযাতক শিশুর মৃত্যু! গুরুতর অভিযোগ করলেন মৃত শিশুর মা বুল্টি দেবনাথ।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 17 July.কৈলাসহরের আরজিএম মহকুমা হাসপাতালে সদ্যোজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উঠা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেন প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ চিরঞ্জীব দেব। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে ডাঃ চিরঞ্জীব দেব জানান, বুল্টি দেবনাথ নামে এক প্রসূতি গত ১১ জুলাই ভর্তি হন এবং ১২ জুলাই সকালে সন্তান প্রসব করেন। পরবর্তীতে নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় l ১৩ জুলাই বিকেলে তার মৃত্যু হয়। তিনি অভিযোগ করেন, শিশুর মৃত্যু নিয়ে তার বাবা সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে আরজিএম হাসপাতালকে দায়ী করেন, যা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।