আগামীকাল ২১শে জুন বিশ্ব যোগা দিবস। এবছর ১১তম যোগা দিবস।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 20 Jun.আগামীকাল ২১শে জুন বিশ্ব যোগা দিবস। এবছর ১১তম যোগা দিবস। এই উপলক্ষ্যে পশ্চিম জেলা যোগা এসোসিয়েশন, ত্রিপুরা যোগা এসোসিয়েশন ও এগিয়ে চলো সংঘের উদ্যোগে ১১তম বিশ্ব যোগা দিবস উদযাপন করা হয় রাজধানীর এগিয়ে চলো সংঘে। পাশাপাশি এক রেলিরও আয়োজন করা হয়।রেলিতে বিভিন্ন সংস্থা এসে যোগ দেয়।এগিয়ে চলো সংঘে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সম্পাদক সুকান্ত ঘোষ, পশ্চিম ত্রিপুরা জেলা এসোসিয়েশনের সচিব ও রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। রেলিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব যোগা দিবস পালন করার জন্য ২১শে জুনকে বেছে নিয়েছেন। আগামীকাল সেই বিশেষ দিন। আমাদের রাজ্যেও প্রতিটি জেলা ও মহকুমায় এই দিনটি পালন করা হবে।এগিয়ে চল সংঘ প্রতিবছরই এই দিনটিতে একটি রেলি বের করে। নিজেদেরকে সুস্থ রাখতে সকলে যোগা করুন l যোগ সু স্বাস্থ্যের চাবিকাঠি বলে তিনি জানান l