এ এম সির বিভিন্ন ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন এলাকার ড্রেন সংস্কারের কাজে বর্তমানে হাত লাগিয়েছে আগরতলা পুর নিগম।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: এ এম সির বিভিন্ন ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন এলাকার ড্রেন সংস্কারের কাজে বর্তমানে হাত লাগিয়েছে আগরতলা পুর নিগম। সেই অনুসারে ড্রেন সংস্কারের কাজ দেখতে শুক্রবার দুপুরে পুর নিগমের ৩২ নং ওয়ার্ডের অন্তর্গত মাস্টার পাড়া এলাকা পরিদর্শন করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ড: বিশাল কুমার। এদিন জেলা শাসকের সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের বিভিন্ন আধিকারিক সহ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। জেলা শাসক ওই এলাকায় গিয়ে ড্রেন গুলি ঘুরে দেখেন ও কথা বলেন পুর নিগমের আধিকারিকদের সঙ্গে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা শাসক জানান, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আগরতলায় ড্রেনের কাজ, পানীয় জল সরবরাহের কাজ ও ফ্ল্যাড প্রোটেকশনের কাজ জোরদার ভাবে চলছে। তাই জন সাধারনের প্রতিনিধি হয়ে আগরতলার বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হচ্ছি, যাতে করে আম জনতার সমস্যা গুলি জানতে পারি ও সমস্যার সমাধান করতে পারি বলে জেলা শাসক জানান।