সাত রামনগর বিধানসভা কেন্দ্রে শাসক দলের হয়ে লড়াই করবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শনিবার নিজের এলাকায় প্রচার কাজ শুরু করার আগে ছুটে যান এলাকার প্রয়াত বিধায়ক সুরিজিত দত্তের বাড়িতে। প্রয়াত বিধায়ক সুরজিত দত্তের বাড়িতে গিয়ে কথা বলেন বিধায়কের স্ত্রী সহ ভাইয়ের সঙ্গে। এদিন দীপক মজুমদার জানান, উনার রাজনীতিতে হাতেখড়ি এই দত্ত বাড়ি থেকেই। তাই এনাদের ছাড়া কোন ভাবেই এই লড়াই করা সম্ভব নয়। এছাড়া তিনি জানান, সুরজিত দত্ত শুধু এলাকার জননেতা ছিলেন না গোটা রাজ্যের জাতি জনজাতির নেতা ছিলেন তিনি। উনার অকাল প্রয়ানে গোটা রাজ্য কেঁদেছে। তাই উনার ছেড়ে যাওয়া স্বপ্ন তথা রামনগর এলাকায় আরও কিভাবে উন্নয়ন করা যায় তা জয়ী হলে তিনি নিশ্চয়ই করবেন বলে আশ্বস্ত করেন।