আগামী ৯ই আগস্ট আগরতলায় রবীন্দ্র শত বার্ষিকি ভবনের সামনে এক কর্মসূচি সংগঠিত করা হবে।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 01 Aug.আগামী ৯ই আগস্ট আগরতলায় রবীন্দ্র শত বার্ষিকি ভবনের সামনে এক কর্মসূচি সংগঠিত করা হবে। সেই উপলক্ষ্যে আজ জনজাতি মোর্চার নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ২০২৬শে এডিসির সাধারণ নির্বাচন। মথার সঙ্গ ছেড়ে একাই লড়বে বিজেপি? এনিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে।