অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার্স অর্গানাইজেশনের উদ্যোগে রাজধানীর নজরুল কলাক্ষেত্রে শুক্রবার মেগা রক্তদান শিবির ও রাজ্য ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয় ।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 25 July.অল ত্রিপুরা কমিউনিটি হেলথ অফিসার্স অর্গানাইজেশনের উদ্যোগে রাজধানীর নজরুল কলাক্ষেত্রে শুক্রবার মেগা রক্তদান শিবির ও রাজ্য ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, মন্ত্রী টিংকু রায়, মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া ও মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা।অনুষ্ঠানের সূচনা উপস্থিত অথিতিরা। অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী বলেন, রক্তদান শিবির নিয়ে নতুন কিছু বলার নেই। বর্তমানে রক্তদান উৎসবে পরিনত হয়েছে। কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন এন জি ও’তে রক্তদান শিবির করা হচ্ছে। এমনকি সরকারি সংগঠন গুলোতেও রক্তদান শিবির করা হচ্ছে l রক্তদান মহৎ দান বলে তিনি জানান।