৯ই আগস্ট রাখী পূর্ণিমাবা রাখী বন্ধন উৎসব।
এই উপলক্ষ্যে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে শুক্রবার বিভিন্ন থানায় রাখি বন্ধন উৎসব উদযাপন করা হয়
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 08 Aug.৯ই আগস্ট রাখী পূর্ণিমাবা রাখী বন্ধন উৎসব। এই উপলক্ষ্যে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে শুক্রবার বিভিন্ন থানায় রাখি বন্ধন উৎসব উদযাপন করা হয়। রাখি বন্ধন এটা শুধুমাত্র একটি উৎসব নয়। এটা হচ্ছে একটি বিশ্বাস। ভাইয়ের হাতে রাখি বেঁধে দিলে সে ভাই বোন বা দিদিকে রক্ষা করবে। সে বিশ্বাসে রাখি বন্ধন উৎসব পালিত হয়ে আসছে। রাখি শুধু ভাইকে নয় যে কোন কাউকে মঙ্গল কামনায় বেঁধে দেওয়া যায়। এদিন বিশ্ব হিন্দু পরিষদের মাতৃশক্তি আগরতলার প্রতিটি থানায় পুলিশ কর্মীদের হাতে রাখি পরিয়ে দেয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা বলেন, যারা সমাজ রক্ষায় এবং সমাজ গঠনে বোনেদের পাশে থাকে তাদেরকে নিয়েই এই রাখি বন্ধন পালন করে তারা। বেশ কিছুদিন আগে থেকেই নিজেদের হাতে রাখি তৈরি করে তারা ভাইদের হাতে পরিয়ে দেয়। এখানেই এই উৎসবের সার্থকতা l