সোমবার আগরতলা পৌর নিগামের উদ্যেগে নিগম কার্যালয়ে এক বাজেট রিভিউ মিটিং এর আয়োজন করা হয়।
পুর নাগরিকদের মৌলিক চাহিদার কথা মাথায় রেখে অতি সম্প্রতি ৪৭৬ কোটি টাকার যে বাজেট পেশ করা হয়েছিল
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: সোমবার আগরতলা পৌর নিগামের উদ্যেগে নিগম কার্যালয়ে এক বাজেট রিভিউ মিটিং এর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ও ডি এম ডাঃ বিশাল কুমার সহ সকল কর্পোরেটার রা। এই রিভিও মিটিং এ আগরতলা পুর নিগমে পুর নাগরিকদের মৌলিক চাহিদার কথা মাথায় রেখে অতি সম্প্রতি ৪৭৬ কোটি টাকার যে বাজেট পেশ করা হয়েছিল এ বিষয়ে আলোচনা করা হয়। এদিন মেয়র দীপক মজুমদার জানান , সব ওয়ার্ডের কর্পোরেটরদের এবং আধিকারিকদের নিয়ে বাজেটের উপর আলোচনা করে তা সর্ব সম্মতি ক্রমে গ্রহণ করা হয়েছে।