চিকিৎসা পরিষেবার নামে কালিকা ডায়াগনস্টিক সেন্টারে চলছে ব্যবসা ।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 3rd Sept. 2025: কালিকা ডায়াগনস্টিক সেন্টার এই নামটা প্রায় অনেকেরই জানা । ঠিকানা রাজধানির মেলারমাঠ কালি বাড়ি সংলগ্ন এলাকায় । বলা চলে চিকিৎসা পরিষেবার নামে কালিকা ডায়াগনস্টিক সেন্টারে চলছে ব্যবসা । তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা রোগী দেখে একখানে, আর ডায়াগনস্টিক করায় আরেক খানে । এর মাধ্যমে রোগীদেরকে শুধু হয়রানি করা হয় । তবে সব কথার শেষ কথা হল তাদের এখান থেকেই করাতে হবে । অথচ তাদের চেম্বার থেকে দুই হাত দূরেই এক্স রে সেন্টার রয়েছে । সেখান থেকে করালে চলবে না । তাদের ব্যবসা যে বন্ধ হয়ে যাবে । শুধু কালিকা ডায়াগনস্টিক সেন্টার নয়, বর্তমানে আগরতলা শহর ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার । চিকিৎসার নামে চলছে শুধু টাকার ব্যবসা । বিভিন্ন পরিক্ষার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্ক । দেখা যাচ্ছে ডায়াগনস্টিক সেন্টার খোলার ক্ষেত্রে তাদের কোন বৈধ কাগজ পত্র নেই । অনেকের তো লাইসেন্সও নেই । এই কালিকা ডায়াগনস্টিক সেন্টারের বিরূদ্ধে অনেক অভিযোগ রয়েছে । অনেক ক্ষেত্রে আম জনতার অনেক অভিযোগ ধামাচাপা পড়ে যাচ্ছে চাপের জেরে । এখন দেখার এই সংবাদ প্রকাশ্যে আসার পর আম জনতার দুর্ভোগ কতটা লাগব হয় ।
