টাকা ও ডলার এক সমান যেদিন হবে সেদিন ভারত একেবারে শীর্ষ স্থানে পৌঁছে যাবে।
Published by: Prasenjit Debnath (Editor)
-
Posted:March 26, 2025
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারতের দিকে এগিয়ে যাচ্ছেন। তাই এখন ভারতবাসী চাইছে যে টাকা ও ডলার এক সমান হোক। এটা যেদিন হবে সেদিন ভারত একেবারে শীর্ষ স্থানে পৌঁছে যাবে। কিন্তু টাকা ও ডলার তখনই একসঙ্গে হবে, যখন আমরা বিদেশি ঋণ মিটিয়ে দেব। এরফলে আপনার আমদানি ৫০ গুন বেড়ে যাবে। অপরদিকে, ব্যয়ও ৫০ গুন কমে যাবে। এমনটা যদি হয়, তাহলে আগামী দুই তিন বছরের মধ্যেই এই দেশ ‘সোনে কি চিরিয়া’ হয়ে যাবে। এরফলে চিনও আমাদের সঙ্গে টক্কর নিতে পারবে না। আমরা অনেক আগে এগিয়ে যাব। এখন সকলের মধ্যে বলতে শোনা যায় যে চিন সবার আগে বিকাশের দিকে এগিয়ে যাচ্ছে। আমেরিকাও চিনের পিছনে রয়ে গেছে। এক সময় আসবে, তখন আমরাও চিনের আগে এগিয়ে যাব। কারন আমাদের কাছে ট্রেড সারপ্লাস হবে।