এবার মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দীর্ঘ আড়াই বছর ধরে জাতিগত দাঙ্গায় বিধ্বস্ত মণিপুর।প্রধানমন্ত্রীর সফরের সম্ভাব্য রূপরেখা তৈরি হয়ে গিয়েছে।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 3rd Sept. 2025: এবার মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীর্ঘ আড়াই বছর ধরে জাতিগত দাঙ্গায় বিধ্বস্ত মণিপুর।প্রধানমন্ত্রীর সফরের সম্ভাব্য রূপরেখা তৈরি হয়ে গিয়েছে।এদিকে, প্রধানমন্ত্রী কেন এতদিনে একবারও মণিপুর সফরে যাননি, তা নিয়ে সমালোচনায় মুখর হয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেসস-সহ বিরোধীরা। আগামী ১৩ই সেপ্টেম্বর মিজোরাম যাবেন প্রধানমন্ত্রী। সেখানে রেল লাইনের উদ্বোধন পর্ব সেরে মণিপুরে যাবেন তিনি। রাজধানী ইম্ফল ও দাঙ্গা বিধ্বস্ত চুড়া চাঁদপুরে প্রধানমন্ত্রী জনসভা করতে পারেন, একথাও শোনা গিয়েছে। তবে কোনও কিছুই চূড়ান্ত নয়। সরকারিভাবে এখনও প্রধানমন্ত্রীর সফরসূচির কথা ঘোষণা করা হয়নি।প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাস থেকে জাতি সংঘর্ষে জ্বলছে মণিপুর। কুকি-মেতেই সংঘাতের বলি হয়েছেন বহু মানুষ। শান্তি ফেরাতে লাগাতার চেষ্টা হলেও দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে উত্তর-পূর্বের রাজ্যটি। এহেন পরিস্থিতিতে বিরোধীরা বারবার দাবি করেছেন, প্রধানমন্ত্রী নিজে যেন মণিপুরে যান। সেখানকার মানুষের দুরাবস্থার ছবি নিজের চোখে দেখে আসুন।
