রবিবার মহাষষ্ঠীর সকালে ধর্মনগরে দুটি দুর্গাপূজার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 28th Sept. 2025: রবিবার মহাষষ্ঠীর সকালে ধর্মনগরে দুটি দুর্গাপূজার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন ট্রেনে করে আগরতলা থেকে ধর্মনগরে যান তিনি। প্রথমে মুখ্যমন্ত্রী যান শহরের ঐতিহ্যবাহী টাউন কালী বাড়ি প্রাঙ্গণে এবং সেখানে ১৩৬তম টাউন কালী বাড়ির দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর তিনি যান হাফলং গর্জনটিলা রামকৃষ্ণ সেবা সমিতির পূজা মণ্ডপে এবং সেখানেও দুর্গাপূজার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার গোটা রাজ্যের পাশাপাশি ধর্মনগর শহরের উন্নয়নেও সমান গুরুত্ব দিচ্ছে। আগামী দিনে শহরকে আরও এগিয়ে নিতে একাধিক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে l সেই পরিকল্পনা মত সরকার কাজ করছে বলে তিনি আশ্বস্ত করেন।
