বাড়ির মালিকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে আমতলী থানার পুলিশ তদন্তে নামে এবং অভিযান চালিয়ে চুরি যাওয়া প্রায় ৭ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার, নগদ অর্থ এবং একটি মোবাইল ফোন সহ এক অভিযুক্তকে গ্রেফতার করে।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 27th Sept. 2025: আমতলী বাজার সংলগ্ন এলাকার এক সম্ভ্রান্ত বাড়িতে সম্প্রতি চুরির ঘটনা সংগঠিত হয়।বাড়ির মালিকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে আমতলী থানার পুলিশ তদন্তে নামে এবং অভিযান চালিয়ে চুরি যাওয়া প্রায় ৭ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার, নগদ অর্থ এবং একটি মোবাইল ফোন সহ এক অভিযুক্তকে গ্রেফতার করে। শনিবার আমতলীর এসডিপিও সাংবাদিক সম্মেলনে বলেন, কয়েকদিন আগে অস্মিতা ভৌমিকের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘুমের সুযোগ নিয়ে চোর বাড়ির ভিতরে ঢুকে প্রায় সাত লক্ষ টাকার স্বর্ণালঙ্কার, একটি মোবাইল এবং ২৮ হাজার নগদ টাকা নিয়ে চম্পট দেয়। ঘটনার পরপরই অস্মিতা ভৌমিক আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তৎপর হয় পুলিশ প্রশাসন। আমতলী থানার পুলিশ আধিকারিকদের তত্ত্বাবধানে তদন্ত শুরু হয়। তদন্তে নেমে পুলিশ বেশ কয়েকটি সূত্র ধরে এগোতে থাকে। অবশেষে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার ভোররাতে অভিযুক্ত জয়ন্ত ভৌমিককে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, জয়ন্ত ভৌমিক পেশায় একজন স্থানীয় নির্মাণ শ্রমিক এবং পূর্বে সে অস্মিতা ভৌমিকের বাড়িতে কাজ করত। সেই সূত্রে বাড়ির ভিতরের কাঠামো ও নিরাপত্তার দুর্বলতা সম্পর্কে সে ভালোভাবেই অবগত ছিল। গ্রেফতারের পর পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া প্রায় সাত লক্ষ টাকার স্বর্ণালঙ্কার, একটি দামি মোবাইল ফোন এবং প্রায় ২৮ হাজার টাকার নগদ অর্থ উদ্ধার করে। আমতলীর এসডিপিও সাংবাদিক সম্মেলনে বলেন, পুলিশ তদন্তে দ্রুত অগ্রগতি করেছে এবং অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করেছে। অভিযুক্তকে আদালতে পেশ করে পুলিশি রিমান্ডের আবেদন জানানো হবে l
