সাত সকালে হুক লাইনের বলি হল মৃতার নাম অঞ্জলি সরকার নামে এক মহিলা।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 15th Oct. 2025: ফের মর্মান্তিক ঘটনা । সাত সকালে হুক লাইনের বলি হল এক মহিলা। মৃতার নাম অঞ্জলি সরকার।ঘটনাটি ঘটে বুধবার সকালে বিশালগড় নোয়াপাড়ায়।জানা যায়, ইন্ডিয়া গ্রিনিজ বুক রেকর্ডকারী তান্ত্রিক গোপাল সরকার তেবাড়িয়া এলাকায় একটি মহাশ্মশান ঘাটে অঞ্জলি সরকার নামে এক মহিলার বাড়ির উপর দিয়ে বিদ্যুতের হুক লাইন টেনে ওনার শ্মশান ঘাটে নিয়ে যায়। তান্ত্রিকের নামে গোপাল সরকার প্রতিনিয়ত গাঁজার ও নেশার আড্ডা বসায় প্রতিদিন সন্ধ্যায় মহাশ্মশান ঘাটে। এলাকাবাসী বার বার বলা সত্ত্বেও গোপাল সরকার সেই বিদ্যুতের হুক লাইন খুলছেন না। বুধবার সকালে আচমকা অঞ্জলি সরকারের বাড়িতে গোপাল সরকারের লাগানো সেই বিদ্যুতের হুকলাইন ছিড়ে পড়ে। তখন বিদ্যুতের হুক লাইনের সংস্পর্শে আসায় মৃত্যু হয় ওই মহিলার। ঘটনার পর পরিবারের লোকজনেরা তাকে উদ্ধার করে দ্রুত বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়।সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে, মহিলার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত গোপাল দাসকে গণধোলাই দেওয়া হয়! বিশালগড় নোয়াপাড়া থেকে তাকে উদ্ধার করতে গিয়ে পুলিশকেও বেগ পেতে হয়। অভিযোগ তার লাগানো হুক লাইনের কারণে মৃত্যু হয়েছে অঞ্জলি সরকারের।
