ত্রিপুরা বিদ্যুৎ নিগমের অফিসে সকল আধিকারিক এবং দফতরের সচিবকে নিয়ে ভার্চুয়ালি গুরুত্বপূর্ণ বৈঠক করেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 24th Sept. 2025: দরজায় কড়া নাড়ছে দুর্গা পুজা। হাতে আর বেশি সময় নেই আর। সেদিকে লক্ষ রেখে ত্রিপুরা বিদ্যুৎ নিগমের অফিসে বৃহস্পতিবার সকল উর্ধতন আধিকারিক এবং দফতরের সচিবকে নিয়ে রাজ্যের প্রত্যেকটি জায়গার আধিকারিকদের সাথে ভার্চুয়ালি গুরুত্বপূর্ণ বৈঠক করেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। এই বৈঠকে অংশগ্রহণ করে তিনি রাজ্যবাসিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা জানান এবং প্রত্যেকের যেন এই উৎসব সুন্দর ভাবে কাটে সেই কামনা করেন। এদিন তিনি জানান পুজার সময় গুলোতে যাতে বিদ্যুতের পরিষেবায় কোন ঘাটতি না থাকে সে দিকে লক্ষ্য রেখে এই বৈঠকে যাবতীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি জানান যে বিদ্যুৎ জনিত যে কোন সমস্যায় যেন হেল্প লাইন ১৯১২ তে জানানো হয়। সঠিক ভাবে পরিষেবা প্রদান করার জন্য স্পেশাল কন্ট্রোল রুম খোলা হবে বলে জানান তিনি।
