৪ঠা এপ্রিল বৃহস্পতিবার থেকে শুরু হল রাজধানীতে চৈত্র মেলা।

prasenjit
1 Min Read

প্রতি বছর পয়লা এপ্রিল থেকেই এই মেলা শুরু হয়ে থাকলেও সম্ভবত এবছর লোকসভা নির্বাচনের জন্য দেরিতে শুরু হয়েছে। মেলার প্রথম দিন রাজধানীর ব্যস্ততম শকুন্তলা রোডে ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের জামা কাপড় থেকে শুরু করে রকমারি জিনিসের পসরা সাজিয়ে বসেছেন ক্রেতার আশায়।এই মেলা চলবে দশ দিন ব্যাপী। অনেক বছর ধরে চৈএ মেলায় দোকান করছি। এই মেলায় সব কিছুই পাওয়া যায়। গতবছর ভালো ব্যবসা হয়েছে। এবারও ভালো হবে যদি বৃষ্টি না থাকে। কারন বৃষ্টি হলে মেলা পণ্ড হয়ে যায় বলে ব্যবসায়ীরা জানান l রাজধানীর এই চৈএ মেলাতে দূর দুরান্ত থেকে লোকজন আসে কেনাকাটা করতে। বলা চলে সারা বছরই লোকজন এই মেলার অপেক্ষায় থাকে।অপরদিকে ব্যবসায়ীরাও দুই পয়সা মুনাফার আশায় এই মেলায় দোকান নিয়ে বসে l

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *