রাজ্যে পাচারের পথে কন্টেনার গাড়ি থেকে পনেরো লক্ষাধিক টাকার নেশা জাতিয় কফ সিরাফ বাজেয়াপ্ত করা হয় আসামের চুড়াইবাড়িতে l ঘটনায় ধৃত এক l কিছুদিন বিরতির পর এবার ফের ত্রিপুরায় পাচারের পথে আসামের চুড়াইবাড়ি ওয়াচ পোষ্ট পুলিশের হাতে সামগ্রী বোজাইকরি ১০ চাকার কন্টেনার গাড়ি থেকে বাজেয়াপ্ত হল পনেরো লক্ষাধিক টাকার নেশা জাতিয় কফ সিরাফ । ঘটনায় আটক করা হয় গাড়ি চালকে।জানা গেছে, শুক্রবার সকালে একটি অনলাইনের খুচরো সামগ্রী বোজাই কন্টেনার গাড়ি আসাম চুড়াইবাড়ি পুলিশ চেকে গেটে পৌছালে গাড়িটিতে যথারীতি দলবল নিয়ে তল্লাশি করেন গেট ইনচার্জ প্রণব মিলি।এতে গাড়ির বিভিন্ন সামগ্রীর আড়াল থেকে ষোল কার্টুনে একশটি করে মোট ষোলশ বোতল নেশা জাতিয় কফ সিরাফ বাজেয়াপ্ত করা হয়। ধৃতের নাম জয়ন্ত দেব।বাড়ি ধলাই আমবাসায় ।পুলিশ ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।
রাজ্যে পাচারের পথে কন্টেনার গাড়ি থেকে পনেরো লক্ষাধিক টাকার নেশা জাতিয় কফ সিরাফ বাজেয়াপ্ত করা হয় আসামের চুড়াইবাড়িতে l
Date: