সম্প্রতি বজরং পুনিয়াকে সাময়িক সাসপেন্ড করেছিল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি । এবার আন্তর্জাতিক কুস্তি সংস্থার কোপে ভারতীয় এই কুস্তিগির। ডোপিং বিতর্কে চলতি বছরের শেষ পর্যন্ত তাঁকে সাসপেন্ড করা হয়েছে। যদিও তার মধ্যেই সাইয়ের থেকে আর্থিক সাহায্য পাবেন তিনি।টোকিও অলিম্পিকে পদকজয়ীর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি জাতীয় ট্রায়ালের সময় ডোপ নমুনা দেননি। মার্চ মাসে সোনিপতে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ট্রায়াল। সেখানে তিনি ডোপিং পরীক্ষার জন্য প্রস্রাবের নমুনা দিতে অস্বীকার করেন। তার পর ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি কারণ জানতে চায়। তাতেও সুরাহা না মেলায় ২৩ এপ্রিল নোটিশ জারি করা হয়।মার্চ মাসে সোনিপতে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ট্রায়াল। সেখানে ডোপিং নমুনার নিয়ম লঙ্ঘন করায় তাঁকে সাময়িক ভাবে সাসপেন্ড করে নাডা। এবার একই সিদ্ধান্ত শিলমোহর দিল আন্তর্জাতিক কুস্তি সংস্থা।