নতুন লুকে হাজির হলেন ‘রাম’।

prasenjit
1 Min Read

অভিনেতা রনবীর কাপুর বলে কথা। স্ত্রী আলিয়া ভাট যখন ‘মেট গালা’র রেড কার্পেট মাতাচ্ছেন, তখন রণবীর কাপুরও কম না! নতুন লুকে হাজির হলেন ‘রাম’। লো ফেড হেয়ারকাট। ট্রিমড দাড়ি। কালো ফ্রেমের চশমা। কাপুর নন্দনের লুক হৃদস্পন্দন বাড়িয়ে দিল তরুণীদের। সোশাল মিডিয়াতেও বিস্তর হইচই।রণবীর বর্তমানে নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’-এর শুটিংয়ে ব্যস্ত। সেট থেকে তাঁর ‘রাম’ অবতার ফাঁস হওয়ার পর যেমন দর্শক-অনুরাগীরা প্রশংসায় পঞ্চমুখ, তেমন সিনেমার ভবিষ্যৎ নিয়ে সমালোচনাও জুটেছে। তারপর থেকেই ঘন ঘন লুক বদলাতে দেখা যাচ্ছে রণবীরকে। সম্প্রতি বিমান বন্দরে নতুন লুকে শোরগোল ফেলে দিয়েছিলেন। তার দিন কয়েক যেতে না যেতেই ফের হেয়ারস্টাইল বদলে ফেললেন রণবীর কাপুর! সুদর্শন কাপুর নন্দনকে দেখে অনুরাগীদের প্রায় মূর্চ্ছা যাওয়ার জোগাড়। কত টাকা খরচ হয়েছে এই নতুন হেয়ার স্টাইলের জন্য জানেন? লিউডের সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের কাছে হেয়ারস্টাইল বদলান রণবীর কাপুর। প্রত্যেক সেটিংয়ে হাকিমের পারিশ্রমিক শুরুই হয় ১ লক্ষ টাকা থেকে। হেয়ার স্টাইলিং নিঃসন্দেহে লুক সেটের ক্ষেত্রে অতিগুরুত্বপূর্ণ একটা বিষয়। তারকাদের ক্ষেত্রে সেটা আরও বেশি করে প্রযোজ্য।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *