১৯৮৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে হাত দিয়ে গোল করেছিলেন দিয়েগো মারাদোনা। যে গোলকে হ্যান্ড অফ গড বলা হয়। ওই বিশ্বকাপে মারাদোনা ছিলেন সব কিছুর উর্ধ্বে। ঈশ্বর যেন খোদ নেমে এসেছিলেন তাঁর জন্য। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন ফুটবলের রাজপুত্র। ২০২০ সালে প্রয়াত হন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। মেক্সিকো বিশ্বকাপ গোল্ডেন বল পেয়েছিলেন তিনি। চার বছর পর খোঁজ মিলল মারাদোনার হারিয়ে যাওয়া সোনার বলের। খুব শিগগিরই নিলামে উঠবে ওই সোনার বল।দিয়েগো মারাদোনার বর্ণময় জীবন। কখন যে কী করে বেড়িয়েছেন, কেউ জানে না। একাধিক সম্পর্কে জড়িয়ে পড়া, বেহিসেবি জীবনযাপন, মাদকাসক্তি, পাবে মারামারি থেকে আইনী জটিলতায় পড়া, কিছুই বাকি ছিল না। ১৯৮৬ সালে বিশ্বকাপের সেরা ফুটবলার হিসেবে সোনার বল পেয়েছিলেন ঠিকই, কিন্তু তা হারিয়েও যায় দ্রুত। কী ভাবে হারাল, তা নিয়ে নানা জল্পনা, গুঞ্জন ছিল এতদিন। কেউ কেউ বলেন, জুয়ো খেলতে গিয়ে ওই সোনার বল খুইয়েছিলেন মারাদোনা। কেউ কেউ আবার বলেন, ওই সোনার বল বিক্রি করে ধার শোধ করেছিলেন আর্জেন্টিনার ফুটবলার। গুঞ্জন এতেই শেষ হয়নি।
১৯৮৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে হাত দিয়ে গোল করেছিলেন দিয়েগো মারাদোনা। যে গোলকে হ্যান্ড অফ গড বলা হয়।

Leave a Comment