নিজ হাতে ছিল স্ত্রী করিনা কাপুর খানের নাম লেখা ট্যাটু। বহু বছর ধরে সেই টেট্যুকেই লালন-পালন করেছিলেন সইফ আলি খান। কিন্তু হঠাৎ করেই সইফের হাত থেকে গায়েব সেই ট্যাটু! তা হঠাৎ বউয়ের নাম হাত থেকে মুছলেন কেন নবাব!সম্প্রতি পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ল সইফের হাতের নতুন ট্যাটু। তবে অনেকেই মনে করছেন, করিনার ট্যাটু মোছেননি সইফ। বরং নতুন ছবির, নতুন চরিত্রের জন্য হয়তো এই ট্যাটু ব্যবহার করেছেন। যা কিনা অস্থায়ী।তবে এই নিয়ে মুখ খোলেননি সইফ। বরং সইফের এই ছবি এখন ভাইরাল সোশাল মিডিয়ায়। তানিয়ে অনেকের মনে প্রশ্ন।
নিজ হাতে ছিল স্ত্রী করিনা কাপুর খানের নাম লেখা ট্যাটু।
Date: