স্বামীকে হারালেন অভিনেত্রী মালা সিনহা। দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হন তাঁর স্বামী চিদাম্বর প্রসাদ লোহানি। এমনই খবর শোনা গিয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন চিদাম্বর প্রসাদ। মুম্বইয়ের বাইরে এক শান্ত জায়গায় নিয়ে গিয়ে নবতিপর স্বামীর দেখাশোনা করছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। কয়েকদিন আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। নেপালি-খ্রিস্টান পরিবারে জন্ম মালা সিনহার। তাঁর বেড়ে ওঠা কলকাতায়। অভিনেত্রীর আসল নাম আলডা সিনহা। কিন্তু এই নাম শুনলেই তাঁকে খেপানো হতো। বলা হতো ‘ডালডা’। এর জেরেই নিজের নাম পালটে বেবি নাজমা রাখেন অভিনেত্রী। পরে সিনেমার জগতের জন্য মালা সিনহা নামটি ব্যবহার করেন। তবে অভিনেত্রী নয়, প্রথমে গায়িকা হতে চেয়েছিলেন মালা সিনহা। অল ইন্ডিয়া রেডিওর শংসাপত্র পাওয়া গায়িকা তিনি। তবে নায়িকা হিসেবেই বেশি পরিচিতি পেয়েছেন।