আগামী ২রা জুন থেকে শুরু হয়ে যাবে টি-২০ বিশ্বকাপ। প্রতিটি দলেরই প্রস্তুতি চলছে। এবার ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় হতে চলেছে কুড়ি-কুড়ির বিশ্বযুদ্ধ। কিন্তু আচমকাই চিন্তার বিষয় হয়ে দাঁড়াল বিশ্বকাপের সূচি। সেমিফাইনাল ও ফাইনালের দিনক্ষণ নিয়ে ভাবনা বাড়ল আইসিসির।আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ করছে ২০টি দল। চারটি গ্রুপের প্রথম দুটি করে দল যোগ্যতা অর্জন করবে সুপার এইটে। দুটি সেমিফাইনালই ভারতীয় তারিখ অনুযায়ী হবে ২৭ জুন। ফাইনাল ২৯শে জুন। এই দুটি দিন নিয়েই আশঙ্কার মেঘ ঘনাচ্ছে। সংশয়ে পড়েছে খোদ আইসিসিও। কারণ মাত্র একদিনের ব্যবধানে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের মধ্যে কোনও অতিরিক্ত দিন বা রিজার্ভ ডে নেই।
আগামী ২রা জুন থেকে শুরু হয়ে যাবে টি-২০ বিশ্বকাপ।
Date: