ভারতীয় ফুটবলের কিংবদন্তি। দেশের জার্সিতে করেছেন ৯৩টি গোল। এবার নতুন এক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে সুনীল ছেত্রী। আগামীকাল মঙ্গলবার বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে আফগানিস্থানের বিরুদ্ধে ১৫০তম আন্তর্জাতিক ম্যাচ খেলবেন সুনীল। তাঁকে বলা হয় ‘ক্যাপ্টেন, লিডার, লিজেন্ড’। ২০০৫ সালে পাকিস্তানের কোয়েটায় অভিষেক হয় সুনীলের। দু দশক ধরে ভারতীয় ফুটবলের জার্সিতে তৈরি করেছেন একের পর এক রেকর্ড। কিন্তু কখনও কি ভেবেছেন ‘ব্লু টাইগার’দের হয়ে এরকম এক অনন্য নজির তৈরি করবেন তিনি? ১৫০-তম ম্যাচের আগে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে সুনীল বলেন, “যখন আমি দিল্লিতে সুব্রত কাপে খেলতাম, তখন স্বপ্নেও ভাবিনি দেশের হয়ে খেলব। সত্যি কথা বলতে, কদিন আগেও জানতাম না এরকম এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছি। যখন আমি বিষয়টা নিয়ে ভাবি তখন বুঝতে পারি, এটা একটা অবিশ্বাস্য প্রাপ্তি। আমি অত্যন্ত ভাগ্যবান এবং সবার কাছে কৃতজ্ঞ যে এই উচ্চতায় পৌঁছতে পেরেছি।”
দেশের জার্সিতে করেছেন ৯৩টি গোল। এবার নতুন এক মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে সুনীল ছেত্রী।
Date: