দুয়ারে লোকসভা নির্বাচন! তাই শনিবার ঘরে বসেই ভোট দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, প্রাক্তন উপরাষ্ট্রপতি মহম্মদ হামিদ আনসারি এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ড. মুরলি মনোহর যোশী । অভিনব পন্থায় তিন বর্ষীয়ান রাষ্ট্রনেতার ভোটদানের কথা টুইট করে জানাল নির্বাচন কমিশন ।চলতি লোকসভা নির্বাচনে প্রবীণ নাগরিকদের জন্য ভোটদানের বিশেষ সুযোগ করে দিয়েছে কমিশন। যাকে বলা হচ্ছে ‘ভোট ফ্রম হোম’। যা আদতে দুয়ারে নির্বাচন। নিয়ম অনুয়ায়ী, এবার ঘরে বসেই ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন ৮৫ ঊর্ধ্ব এবং বিশেষভাবে সক্ষম ভোটাররা। সেই নিয়মেই শনিবার ভোট দিলেন ৯১ বছরের মনমোহন সিং, ৮৭ বছরের হামিদ আনসারি এবং ৯০ বছরের মুরলি মনোহর যোশী।দিল্লিতে ভোট রয়েছে আগামী ২৫ মে। তার আগেই রাজধানীতে নিজেদের বাসভবনে বসে ভোটদান করলেন তিন প্রবীণ রাষ্ট্রনেতা। উল্লেখ্য, মনমোহন সিং ১৯৮২-‘৮৫ সাল অবধি ছিলেন আরবিআইয়ের গভর্নর। ১৯৯১-‘৯৬ অবধি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
শনিবার ঘরে বসেই ভোট দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ও অন্যরা

Leave a Comment