বর্তমানে -এর ভোটগ্রহণ পর্ব চলছে। পাঁচ দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়ে গিয়েছে। বাকি আরও দুই দফা। এরই মধ্যে সোমবার দেশের গণতন্ত্রের সবথেকে গুরুত্বপূর্ণ প্রতীক, সংসদ ভবন থেকে বিদায় নিলেন ১,৪০০-রও বেশি সিআরপিএফ কর্মী। তাদের জায়গায় সংসদ চত্বরের সার্বিত নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করল সিআইএসএফ । সরকারী সূত্রে জানা গিয়েছে, সোমবারই সিআইএসএফ-এর ৩,৩০০-রও বেশি কর্মীকে সংসদ চত্বরে মোতায়েন করা হয়েছে। শুক্রবারই সংসদ চত্বর থেকে সিআরপিএফ-এর পার্লামেন্ট ডিউটি গ্রুপ, তাদের সমস্ত প্রশাসনিক কর্তা এবং অপারেশনাল সম্পদগুলিকে সরিয়ে নিয়েছিল। যানবাহন, অস্ত্রশস্ত্রের পাশাপাশি সরিয়ে নেওয়া হয় কমান্ডোদেরও। পার্লামেন্ট ডিউটি গ্রুপের কমান্ডার ছিলেন সিআইএসএফ-এর একজন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পদমর্যাদার অফিসার। তিনিই সমস্ত কিছু সিআইএসএফ গোষ্ঠীকে হস্তান্তর করেন।
বর্তমানে -এর ভোটগ্রহণ পর্ব চলছে। পাঁচ দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়ে গিয়েছে।

Leave a Comment