ময়দান’ ছবিতে কোচ রহিম সাহেবের ভূমিকায় নজর কেড়েছিলেন বলিউড অভিনেতা অজয় দেবগন। এবার আরও এক স্পোর্টস ড্রামায় দেখা যাবে অভিনেতাকে। তবে এবার ফুটবলের ময়দান থেকে বাইশ গজ বিষয়ক ছবিতে থাকছেন তিনি। অজয়কে দেখা যাবে দেশের প্রথম দলিত ক্রিকেটার পালওয়াঙ্কার বালুর ভূমিকায়। পরিচালকের আসনে তিগমাংশু ধুলিয়া। প্রযোজক প্রীতি সিনহা খোদ এক্স হ্যান্ডেলে এই খবর দিয়েছেন। চলতি বছরের শেষের দিকেই ছবির শুটিং শুরু হওয়ার কথা। ইতিহাসবিদ রামচন্দ্র গুহ রচিত ‘আ কর্ণার অফ আ ফরেন ফিল্ড’ বইটিকে অবলম্বন করেই তৈরি হবে পালওয়াঙ্কার বালুর বায়োপিক। দলিত সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে পুণেতে মাঠকর্মী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন। তবে পরে ১৮৯৬ সালে হিন্দু জিমখানার হয়ে খেলেন। ক্রিকেট কেরিয়ার শুরুয়াতের আগে তাঁকে যেভাবে শ্রেণী বৈষম্যের শিকার হতে হয়েছিল, সেই সংগ্রামের কাহিনিই এই ছবিতে ফুটিয়ে তুলবেন পরিচালক তিগমাংশু ধুলিয়া।
ময়দান’ ছবিতে কোচ রহিম সাহেবের ভূমিকায় নজর কেড়েছিলেন বলিউড অভিনেতা অজয় দেবগন।

Leave a Comment