প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের দিন বদলাল।

prasenjit
1 Min Read

প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের দিন বদলাল। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে ৮ তারিখ নয়, নরেন্দ্র মোদী ৯ জুন শপথ গ্রহণ করবেন বলে সূত্রের খবর। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের দিন বদল হওয়ায় অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী পদে চন্দ্রবাবু নাইডুরও শপথ গ্রহণের দিন বদলাল। তিনি আগামী ১২ জুন অন্ধ্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন।৪ জুন, মঙ্গলবার লোকসভা ভোটের ফল প্রকাশের পরদিনই অর্থাৎ ৫ জুন, বুধবারই নরেন্দ্র মোদী তাঁর দ্বিতীয় দফার মন্ত্রিসভা ভেঙে দেন এবং নিজে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গিয়ে দ্বিতীয়বারের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফাপত্র দেন। তারপর এনডিএ বৈঠকের পর নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের দিন ৮ জুন স্থির হয়। কিন্তু, বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই সেই দিন বদলে গেল। যদিও কেন শপথ গ্রহণের দিন বদলাল, তা এখনও স্পষ্ট নয়। দলের তরফেও এই বিষয়ে কিছু জানানো হয়নি। অন্যদিকে, YSR কংগ্রেস নেতা জগন্মোহন রেড্ডির দলকে পরাজিত করে ফের মুখ্যমন্ত্রীর কুর্সি ছিনিয়ে নিয়েছেন এনডিএ জোট শরিক তেলেগু দেশম পার্টি নেতা চন্দ্রবাবু নাইডু। অন্ধ্রের মুখ্যমন্ত্রীর কুর্সিতে তিনিই বসবেন। প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী শপথ গ্রহণের পরদিন অর্থাৎ আগামী ৯ জুন নাইডুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের কথা ছিল। কিন্তু, নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের দিন বদল হওয়ায় নাইডুও তাঁর শপথ গ্রহণের দিন বদলালেন। ৯ জুনের পরিবর্তে আগামী ১২ই জুন বুধবার অন্ধ্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন তিনি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *