আমাকে ‘লোকে পাগল বলে বলুক। আমার বিশ্বাসে আমি অটুট।’ ফের নিজেকে পরমাত্মা প্রেরিত দূত বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সাফ কথা, তিনি বিশ্বাস করেন পরমাত্মাই তাঁকে পাঠিয়েছেন। এই বিশ্বাসের জন্য কেউ তাঁকে পাগল বললেও কিছু যায় আসে না।শুক্রবার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মোদি বলেছেন, এই ধারণার জন্য কেউ তাঁকে পাগল ভাবতে পারেন। তবে তাঁর দৃঢ় বিশ্বাস, ঈশ্বরই পাঠিয়েছেন তাঁকে। মোদি বলেন, “আপনি অনেককেই পেয়ে যাবেন, যারা আমাকে খুব বাজে ভাষায় গালাগাল করেন। আবার অনেককেই পেয়ে যাবেন, যারা আমার প্রশংসাও করেন। সবার বিশ্বাসকে শ্রদ্ধা করা আমার কাজ। সেটাকে আঘাত করা নয়।” প্রধানমন্ত্রীর সাফ কথা, “কেউ কেউ আমাকে পাগল বলতে পারে, কিন্তু আমি নিশ্চিত পরমাত্মাই আমাকে বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছেন।”ওই সাক্ষাৎকারে অনেকটা আধ্যাত্মিক গুরুদের মতো মোদি বলেছেন, “ঈশ্বর কখনও তাঁর আসল লক্ষ্যের কথা প্রকাশ্যে বলেন না। আমি কী করি, তা দেখেন আগে। এর পর কী করতে হবে, তা জানতে আমিও সরাসরি ভগবানের সঙ্গে যোগাযোগ করতে পারি না। কিন্তু বিভিন্ন কাজ করার নির্দেশ তিনিই দেন।”
আমাকে ‘লোকে পাগল বলে বলুক। আমার বিশ্বাসে আমি অটুট।’
Date: