রবিবার ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী শহীদ ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর ৯৫ তম শহিদান দিবস ।
রবিবার ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী শহীদ ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর ৯৫ তম শহিদান দিবস । এই উপলক্ষে আগরতলায় চারটি বাম ছাত্র যুব সংগঠন শহীদদের স্মরণে তাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় l এদিন সিটি সেন্টারের সামনে শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ডিওয়াইএফআই, টিওয়াইএফ, এসএফআই ও টিএসইউ। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দে, রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা। ১৯৩১ সালের ২৩ মার্চ ব্রিটিশ সরকার শহীদ ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুকে ফাঁসি দেয়। তাদের এই আত্ম বলিদানের দিনটি ভারতীয় মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় মুহূর্ত।এই উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সারা রাজ্যে নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে বলে জানালেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দে।