রাজ্যে সিপিআইএম ক্ষমতা থাকাকালীন সময়ে শ্রমজীবি মানুষদের সাথে প্রতারণা করেছে।
CPIM-এর বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলেছেন ওবিসি মোর্চার সভাপতি
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 01 July.রাজ্যে সিপিআইএম ক্ষমতা থাকাকালীন সময়ে শ্রমজীবি মানুষদের সাথে প্রতারণা করেছে। তাঁদের নায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন। আজ তাঁরাই শ্রমজীবী মানুষদের স্বার্থ নিয়ে কথা বলছেন। তাঁরা ভুল তথ্য প্রকাশ করে শ্রমজীবী মানুষদের বিভ্রান্ত করছেন। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সিপিআইএমের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলেছেন ওবিসি মোর্চার সভাপতি তথা ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ। এদিন সাংবাদিক সম্মেলনে প্রাক্তন চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহাও উপস্থিত ছিলেন। সংবাদিক সন্মেলনে সমীর ঘোষ বলেন, সম্প্রতি ত্রিপুরার চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৬ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। তাতে প্রাপ্তবয়স্ক কর্মীদের ১৭৬ টাকা থেকে ২০৪ টাকা এবং অপ্রাপ্তবয়স্ক কর্মীদের ৮৮ টাকা থেকে ১০২ টাকা মজুরি বৃদ্ধি হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে বিগত কিছুদিন ধরে বিরোধীরা সরকারের এই সিদ্ধান্তের ভুল তথ্য জনগণের নিকট তুলে ধরছে।