২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হওয়া সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস মামলার শুনানি হবে ঈদের ছুটির পর।
Published by: Prasenjit Debnath (Editor)
- Posted:March 24, 2025 09:06 Pm
-
Updated:March 25, 2025 09:06 Pm
২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হওয়া সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস মামলার শুনানি হবে ঈদের ছুটির পর। আগামী ৩১শে মার্চের পর মামলাটি বাংলাদেশ হাইকোর্টে উঠতে পারে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। তিনি জানান, বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি মহম্মদ আতোয়ার রহমান এবং মহম্মদ আলি রেজার বেঞ্চ চিন্ময় কৃষ্ণের জামিনের শুনানি করবেন। গ্রেফতার হওয়ার চার মাস পর জামিন পাবেন চিন্ময় কৃষ্ণ দাস। এবিষয়ে আশাবাদী তাঁর আইনজীবীরা। যদিও এর আগে হাইকোর্টে প্রশ্ন উঠেছিল, কেন তাঁকে জামিন দেওয়া যাবে না। আদালত বাংলাদেশ সরকারের কাছে এই বিষয়ে হলফনামা জমা দিতে বলেছিল।