এপিক কার্ড সংক্রান্ত নিয়মে পরিবর্তন ঘোষণা করে নির্বাচন কমিশন।
সম্প্রতি কালে ভুতুড়ে ভোটার ও এপিক কার্ডের কারচুপি ইস্যু নিয়ে সরব হয়েছিলেন দেশের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এইসব অভিযোগ করার পরই এপিক কার্ড সংক্রান্ত নিয়মে পরিবর্তন ঘোষণা করে নির্বাচন কমিশন। এবার এই ইস্যুতেই আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের কাছে ডুপ্লিকেট এপিক কার্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়েছে কমিশন। আগামী ৩১শে মার্চের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, নির্বাচন কমিশনের এই কড়া অবস্থানের ফলে রাজ্যের প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভুয়ো ভোটারদের রুখতে এবং নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।