পবিত্র রমজান মাসে হোয়াইট হাউসে ইফতারের আয়োজন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: পবিত্র রমজান মাসে হোয়াইট হাউসে ইফতারের আয়োজন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছরে নির্বাচনে তাঁকে বিপুল ভোটে জেতানোর জন্য মুসলিম ভোটারদের ধন্যবাদও জানান তিনি। পাশাপাশি নৈশভোজে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আব্রাহাম অ্যাকর্ডেরও উল্লেখ করেন তিনি। ট্রাম্পের এই ডিনারে যোগ দিয়েছিলেন মুসলিম সম্প্রদায়ের বেশ কয়েকজন নেতা, কূটনীতিক ও সরকারি আধিকারিক।জানা গেছে, বৃহস্পতিবার ইফতার ডিনারের আয়োজন করেন ট্রাম্প। সকলকে বার্তা দিয়ে তিনি বলেন,”শুভ সন্ধ্যা। এই ইফতার ডিনারে আপনাদের স্বাগতম। এখন ইসলামের পবিত্র রমজান মাস। তাই আমার মুসলিম বন্ধুদের রমজান মুবারক। রমজান হল আধ্যাত্মিক প্রতিফলন এবং আত্মসংযমের একটি সময়।