পহেলগাঁও কাণ্ডের পর তল্লাশি অভিযানে জম্মুর উধমপুরে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে শহিদ হলেন ঝন্টু আলি শেখ নামে এক জওয়ান ।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের পর তল্লাশি অভিযানে জম্মুর উধমপুরে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে শহিদ হলেন ঝন্টু আলি শেখ নামে এক জওয়ান । জম্মুর উধমপুরে জঙ্গিদের আশ্রয় নেওয়ার খবর পেয়েই বৃহস্পতিবার সকালে সেখানে অভিযানে যায় সেনা এবং পুলিশের যৌথ বাহিনী। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানোর সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। দু’পক্ষের গুলির লড়াইয়ে এক জওয়ান আহত হন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। নিহত জওয়ানের নাম ঝন্টু আলি শেখ। তিনি ৬ প্যারা এসএফ-এ কর্মরত ছিলেন।