১৯শে জৈষ্ঠ্য মঙ্গলবার শ্রী শ্রী লোকনাথ বাবার ১৩৫ তম তিরোধান দিবস পালন করা হয়।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 3 Jun১৯শে জৈষ্ঠ্য মঙ্গলবার শ্রী শ্রী লোকনাথ বাবার ১৩৫ তম তিরোধান দিবস পালন করা হয়। প্রতি বছরের মত এবছরও রাজধানীর লোকনাথ আশ্রমে মহা সমারোহে লোকনাথ বাবার তিরোধান দিবস পালন করা হয়। এই উপলক্ষে এদিন বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়। এদিন সকাল থেকে শুরু হয় পূজার্চনাl এবিষয়ে লোকনাথ আশ্রমের এক কর্মকর্তা জানান, শ্রী শ্রী লোকনাথ বাবার ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষ্যে গত শনিবার অরবিন্দ সোসাইটিতে দু:স্থদের মধ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে প্রথমে লোকনাথ আশ্রমে বাল্য ভোগ প্রদান করা হয়। তারপরই শুরু হয় বিশেষ পূজার্চনা। পূজা শেষে অঞ্জলি প্রদান করেন উপস্থিত ভক্তরা। এই বিশেষ পূজাকে কেন্দ্র করে সকাল থেকেই লোকনাথ বাবার আশ্রমে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় হয়। বিকেলের দিকে ভিড় আরো বাড়ে বলে জানা গেছে l