সবকা সাথ, সবকা বিকাশ ও সবকা বিশ্বাস’ এই শ্লোগানকে হাতিয়ার করে ১১ বছর পার করল মোদি সরকার।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 9 Jun.সবকা সাথ, সবকা বিকাশ ও সবকা বিশ্বাস’ এই শ্লোগানকে হাতিয়ার করে ১১ বছর পার করল মোদি সরকার। এই দীর্ঘ সময়ে বিরোধী শিবির ব্যর্থতার ‘ঢঙ্কা’ বাজালেও সেই সবকিছুকে পাত্তা দিতে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সোশাল মিডিয়ায় নিজের ১১ বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন তিনি। তিনি জানালেন, গরিবের কল্যাণ করাই তাঁর সরকারের মূল লক্ষ্য। এতদিন ধরে সেই কাজই করে এসেছে তাঁর সরকার। এদিন এক্স হ্যান্ডেলে নিজেদের ‘বিকাশ যাত্রা’র একের পর এক খতিয়ান তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, ‘গত ১১ বছরে আমাদের সরকারের সকল প্রকল্পের লক্ষ্য ছিল আমাদের গরিব ভাই-বোনেদের জীবনের সার্বিক উন্নতি ঘটানো। উজ্জ্বলা হোক বা পিএম আবাস, আয়ুষ্মান ভারত হোক ভারতীয় জনৌষধী বা পিএম কিষাণ সম্মান নিধি। এই সকল প্রকল্প দেশবাসীর হৃদয়ে নতুন আশার সঞ্চার করেছে বলে প্রধানমন্ত্রী জানান l