খুব শীঘ্রই রাজ্যে আসবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: খুব শীঘ্রই রাজ্যে আসবেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দিল্লি থেকে ফিরে এসে শনিবার এমনটাই জানালেন পিসিসি’র সভাপতি আশিস কুমার সাহা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, গত ২৭শে মার্চ দিল্লিতে প্রথম পর্যায়ে এই রাজ্য সহ মোট ১৬টি রাজ্যের জেলা সভাপতিদের নিয়ে দলের সর্ব ভারতীয় সভাপতি মল্লিকার্জুন খারগে ও রাহুল গান্ধী ইন্দিরা ভবনে এক সভা সংগঠিত করেছেন। সভায় জেলা পর্যায়ে কিভাবে সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি করা যাবে, তা নিয়ে আলোচনা করা হয়। এরপর ২৮শে মার্চ রাহুল গান্ধী পুনরায় আমাকে সময় দিয়েছেন উনার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য। খুব শীঘ্রই রাহুল গান্ধী রাজ্যে আসবেন বলে তিনি জানান।