রবিবার ভারতীয় জনতা পার্টির ৪৬তম প্রতিষ্ঠা দিবস ছিল।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক: রবিবার ভারতীয় জনতা পার্টির ৪৬তম প্রতিষ্ঠা দিবস ছিল। দেশজুড়ে বিজেপি যখন দিনটি পালন করেছে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে । রাজ্যেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত হয় মূল অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, কৃষিমন্ত্রী রতন লাল নাথ, আগরতলা পুর নিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদারসহ দলের শীর্ষ নেতৃত্ব ও বহু কর্মী-সমর্থক।
দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এরপর একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় দলের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ও ভারত মাতার প্রতিকৃতিতে।
মুখ্যমন্ত্রী মানিক সাহা এদিন বলেন, মানুষের আস্থা বিজেপির প্রতি ক্রমশই বাড়ছে। এই আস্থা ধরে রাখতে আমাদের তৃণমূল স্তরে আরও বেশি করে পৌঁছাতে হবে। তিনি দলীয় কর্মীদের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান।