ফের মুখ থুবরে পড়েছে জিবি হাসপাতালের MRI পরিষেবা l গত তিনদিন ধরে জিবি হাসপাতালে এম আর আই পরিষেবা বন্ধ।এর কারণ হল মেশিনটি প্রচন্ড ঠান্ডার মধ্যে রাখতে হয়। কিন্তু তিনদিন যাবত এই রুমের সমস্ত এসি বিকল হয়ে রয়েছে। আর তাতে রোগীদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পরিষেবা না পেয়ে প্রতি দিন ফিরে যেতে হচ্ছে দূর দূরান্ত থেকে আগত রোগীদের l হাসপাতাল কর্তৃপক্ষ নীরব দর্শক l এনিয়ে ক্ষুব্ধ রোগীর আত্মীয় পরি জনেরা l
ফের মুখ থুবরে পড়েছে জিবি হাসপাতালের MRI পরিষেবা l
Date: