প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান দেখার সময় হামলা চালাল তিপ্রা মথা দলের সমর্থকরা ।
আহত হয়েছেন প্রায় ৭ জন বিজেপি কর্মী। ভাংচুর করা হয়েছে গাড়িও।
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 27 July.প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান দেখার সময় হামলা চালাল তিপ্রা মথা দলের সমর্থকরা । এমনটাই অভিযোগ। ঘটনায় আহত হয়েছেন প্রায় ৭ জন বিজেপি কর্মী। ভাংচুর করা হয়েছে গাড়িও। পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। প্রসঙ্গত, রবিবার সারা দেশের সাথে রাজ্যেও বিভিন্ন জায়গায় মন কি বাত অনুষ্ঠান শ্রবণ কর্মসূচি হাতে নিয়েছে বিজেপির কর্মী সমর্থকরা। একই সাথে আশারাম বাড়িতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠান শ্রবণেরও কর্মসূচি হাতে নিয়েছিল বিজেপি কর্মীরা। আশারামবাড়ী পূর্ব তকছাইয়া এডিসি ভিলেজের ৩০ নম্বর বুথে স্থানীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির মান কি বাত অনুষ্ঠান শোনা হচ্ছিল। তখনই হামলা চালায় একদল দুষ্কৃতী। প্রায় ৩০ থেকে ৩৫ জন দুষ্কৃতিকারী সেখানে প্রবেশ করে তাণ্ডব চালায়। এ বিষয়ে বিজেপি নেতা বিপিন দেববর্মা জানিয়েছেন, সারা দেশের সাথে রাজ্যেও বিভিন্ন জায়গায় মান কি বাত অনুষ্ঠান শ্রবণ চলছিল। আশারামবাড়ী পূর্ব তকছাইয়া এডিসি ভিলেজের বিজেপি সমর্থকরাও এই অনুষ্ঠান শ্রবন করছিলেন। তখনই তিপ্রা মথা দলের সমর্থক প্রায় ২০-৩০ যুবক সেখানে উপস্থিত হয়ে মান কি বাত অনুষ্ঠান শ্রবণে বাধা দান করে। তাদের দাবি, এডিসি এলাকায় প্রধানমন্ত্রীর কর্মসূচি শোনা যাবে না। এই বলেই সেখানে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালায়। ঘটনার সাতজন বিজেপি কর্মী, রক্তাক্ত হয়েছেন। যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালের রেফার করা হয়েছে।