শনিবার তেলাঙ্গানার প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন ত্রিপুরার উচ্চ আদালতের সদ্য বিদায়ী প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 19 July.জায়গা নতুন হলেও পদ কিন্তু একই । শনিবার তেলাঙ্গানার প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন ত্রিপুরার উচ্চ আদালতের সদ্য বিদায়ী প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং।এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান সেই রাজ্যের রাজ্যপাল যীষ্ণু দেববর্মণ।এরপর প্রধান বিচারপতি অপরেশ কুমার সিংয়ের সঙ্গে কিছুটা সময় আলাপ আলোচনা করেন রাজ্যপাল যীষ্ণু দেববর্মণ।