একটি ছোট্ট অসতর্কতা কেড়ে নিলো নিষ্পাপ প্রাণ।
সোনাক্ষীর মৃত্যু যেন প্রশ্ন ছুঁড়ে দিল—শিশুদের হাতে অবাধ মোবাইল তুলে দেওয়ার পরিণতি কতটা ভয়ংকর হতে পারে ?
নিউজ সুবার্তা ডিজিটাল ডেস্ক, Published on: 23 Aug. 2025: মোবাইলের আসক্তিতে মৃত্যু হল আড়াই বছরের সোনাক্ষী দেববর্মার । কৈলাসহর মহকুমার চন্ডীপুর ব্লকের জামতৈল বাড়ি এডিসি ভিলেজের মরাছড়া গ্রামে শনিবার ঘটল মর্মান্তিক ঘটনা। শনিবার অসুস্থ মায়ের ঘুমের ফাঁকে ঘরে থাকা মোবাইল হাতে নেয় সোনাক্ষী। ভিডিও দেখতে দেখতে ঘর থেকে বেরিয়ে পাশের ড্রেনের কাছে যায়। হঠাৎ হাত থেকে মোবাইল পড়ে গেলে তা তুলতে গিয়ে নিজেই ড্রেনে পড়ে প্রাণ হারায় সে। স্থানীয় শ্রমিকরা মৃতদেহ দেখে খবর দেন স্থানিয় থানায় l পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সোনাক্ষীর অকাল মৃত্যুতে গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীদের দাবি—মোবাইল ফোনের প্রতি অতি আসক্তিই এই দুর্ঘটনার মূল কারণ। অন্যদিকে, শিশুটির পরিবার চরম দারিদ্র্যের মধ্যে বাস করছে। বাবা খিছুকরাই দেববর্মা জানিয়েছেন, আজ অব্দি কোনো সরকারি সহায়তা বা ঘর পাননি তাঁরা। এমনকি দুর্ঘটনার পরও প্রশাসনের কেউ পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ। একটি ছোট্ট অসতর্কতা কেড়ে নিলো নিষ্পাপ প্রাণ। সোনাক্ষীর মৃত্যু যেন প্রশ্ন ছুঁড়ে দিল—শিশুদের হাতে অবাধ মোবাইল তুলে দেওয়ার পরিণতি কতটা ভয়ংকর হতে পারে?
